| |
               

মূল পাতা জাতীয় তাবলীগ রক্ষার সম্মেলনকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের ডাক সাদপন্থীদের


তাবলীগ রক্ষার সম্মেলনকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের ডাক সাদপন্থীদের


রহমত নিউজ     05 November, 2024     04:22 PM    


তাবলীগ, কওমী মাদরাসা ও দ্বীন রক্ষার্থে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের শীর্ষ আলেম-ওলামার মহাসম্মেলনকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। 

 মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশে মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মুহাম্মাদ আবু সায়েম গণমাধ্যমকে এ তথ্য জানান। 

সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত সম্মেলনে ‘মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না’ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না।

আবু সায়েম দাবি করেন, ‘এটা নিছক একটি রাজনৈতিক শো-ডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এবং মাদরাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে।’

তিনি দাবি করেন,  ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে। তাবলিগের এই মোবারক মেহনতের সাথে এই ছাত্ররা এখনো সম্পৃক্ত নয়। এই রাজনৈতিক নেতাকর্মীরাও নয়। যারা তাবলিগে সময় লাগান, চিল্লা দেন তাদের উপস্থিতি নেই। অথচ মাদরাসাগুলো থেকে ছোট ছোট বাচ্চা ছাত্রদেরও নিয়ে আসা হয়েছে।’

সায়েম বলেন, আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না। তারা যে আমাদের ইজতেমা করতে দিবে না বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে দিবে না এগুলো ফাঁকা বুলি। কারণ সরকারই এর সমাধান করে দিয়েছে। রদুই পক্ষকে সরকার সময় ভাগ করে দিয়েছে। এসব মীমাংসিত বিষয়ে উস্কানি দেওয়া কিসের লক্ষণ সেটা সাধারণ মানুষ বুঝবে।

তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের রোখ (সময়) আগামী ১৫ নভেম্বর থেকে শুরু। তখন আমরা কাকরাইলে যাব ইনশাআল্লাহ। আগামীকাল (৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাবলিগের মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে।